শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পংকু গুপ্ত (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। টানা ৬দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার মারা যায়।
নিহত ওই যুবক উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের মৃত হরি গুপ্তের ছোট ছেলে।
পংকু গুপ্তের ভাই জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী জয়ন্ত গুপ্ত জানান, মঙ্গলবার সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমার ভাই মারা যায়। গত বুধবার সন্ধ্যায় জগন্নাথপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ফায়ার সার্ভিস এলাকায় পাগলা জগন্নাথপুর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হলে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply