শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে দীর্ঘ ১ মাস ধরে এক মাদ্রাসার নৈশ প্রহরী নিখোঁজ রয়েছেন। এ নিয়ে তার পরিবারের মধ্যে উদ্বেগ আতঙ্ক বিরাজ করছে। নিখোঁজ নৈশ প্রহরীর নাম আকিল হোসেন (২৭)। তিনি জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে ও স্থানীয় হবিবপুর ফাজিল মাদ্রাসার নৈশ প্রহরী।
জানাযায়, নৈশ প্রহরী আকিল হোসেন মাদ্রাসার একটি কক্ষে রাত্রীযাপন করে দায়িত্ব পালন করতেন। তাঁর সাথে একই কক্ষে মাদ্রাসার দপ্তরী আজিজুর রহমান থাকতেন। হঠাৎ করে গত ১৩ নভেম্বর রাতে নৈশ প্রহরী আকিল হোসেন নিখোঁজ হয়ে যান। এরপর থেকে দীর্ঘ প্রায় ১মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত তাঁকে খোঁজে না পাওয়ায় পরিবারের মধ্যে উদ্বেগ আতঙ্ক দেখা দিয়েছে। এ ঘটনায় মাদ্রাসার পক্ষ থেকে জগন্নাথপুর থানায় জিডি করা হয়েছে। এদিকে-১৮ ডিসেম্বর বুধবার পর্যন্ত নৈশ প্রহরী আকিল হোসেনকে খোঁজে না পাওয়ায় তাঁর পরিবারের লোকজনের মধ্যে অজানা আতঙ্ক বিরাজ করছে।
Leave a Reply