শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর সদর বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর শনিবার জগন্নাথপুর মধ্য বাজারে এ শোকসভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর বাজারের সাবেক সেক্রেটারি প্রয়াত আফিস উদ্দিন ও বাজার বণিক সমিতির সাবেক সেক্রেটারি প্রয়াত প্রণব কুমার বণিকের স্বরণে বাজার ব্যবসায়ীদের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে ও সাবেক সেক্রেটারি সাংবাদিক তাজ উদ্দিন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বণিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ আলা উদ্দিন ভূইয়া, সাবেক সভাপতি আবদার হোসেন ভূইয়া, মুফতি গিয়াস উদ্দিন, ব্যবসায়ী খোকন সূত্রধর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি ডাঃ আবদুল আহাদ, পৌর কাউন্সিলর দিপক গোপ, জগন্নাথপুর বাজার সেক্রেটারি ও সাবেক কৃতী ফুটবলার জাহির উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর, সাংবাদিক মো.শাহজাহান মিয়া, বাজার বণিক সমিতির সেক্রেটারি জুনেদ আহমদ ভূইয়া, সহ-বাজার সেক্রেটারি লিটন মিয়া, ব্যবসায়ী পিনু বণিক, ছাত্রনেতা জাহাঙ্গীর আলম ও জুয়েল হোসেন প্রমূখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জালাল উদ্দিন ও গীতাপাঠ করেন শিক্ষক বিশ^জিত দাস। এ সময় শালিসি ব্যক্তি আবদুল হাসিম, ব্যবসায়ী মছদ্দর আলী, ইকবাল হোসেন সহ শোকার্ত জনতা উপস্থিত ছিলেন।
Leave a Reply