শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৯:১৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ২১ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ বাজারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করার দায়ে বাজারের আবু বকর বীজঘর নামের ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন, সরকার সারের দাম কমিয়ে দিলেও পুরনো দামে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করার দায়ে জরিমানা করা হয়।
Leave a Reply