শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৩২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবী আলহাজ্ব জামাল মিয়া তালুকদারের জৈষ্ঠ্য পুত্র লিডিং ইউনির্ভাসিটির মেধাবী ছাত্র মো: জাকারিয়া তালুকদার জনি’র উচ্চ শিক্ষার উদ্দেশ্যে যুক্তরাজ্যে গমন উপলক্ষে এক বিদায় সংবর্ধনা আয়োজন করা হয়েছে। বুধবার পৌর শহরের টিএন্ডটি রোডের ব্যবসা প্রতিষ্ঠান জাকারিয়া এন্টারপ্রাইজের তৃতীয় তলায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সুনামগঞ্জ জেলা রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপের সভাপতি শাহজালাল এন্ড জাকারিয়া এন্টার প্রাইজের স্বত্তাধিকারী আলহাজ জামাল মিয়া তালুকদারের পুত্র জাকারিয়া তালুকদার জনি উচ্চ শিক্ষা অর্জনে যুক্তরাজ্যে যাত্রা উপলক্ষে তাঁকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
জগন্নাথপুর বাজার বণিক সমিতির সাবেক সভাপতি হাজী আবদাল হোসেনের সভাপতিত্বে ও ব্যবসায়ী শশী কান্ত গোপের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর বাজার বণিক সমিতির বর্তমান সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ জামাল মিয়া তালুকদার, জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো: সানোয়ার হাসান সুনু, পৌর আওয়ামীলীগের সভাপতি ডাঃ আবদুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, ব্যবসায়ী শুধাংশু শেখর রায় বাচ্চু, ধনঞ্জয় বণিক, কৃষ্ণপদ রায়, ছাত্রনেতা ইসলাম উদ্দিন জসিম, সাংবাদিক মো.শাহজাহান মিয়া প্রমুখ। এতে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন মেধাবী ছাত্র জাকারিয়া তালুকদার জনি ও দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুল করিম ফারুকী।
বক্তাগণ মহান আল্লাহ পাকের রহমত কামনা করে জাকারিয়া তালুকদার জনির উচ্চ শিক্ষা অর্জনে সার্বিক সফলতা কামনা করেন।
এ সময় জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, যুগ্ম সম্পাদক অমিত দেব, ব্যবসায়ী ছইল মিয়া, ছমির উদ্দিন সুমন, শালিসি ব্যক্তি আবদুল হাসিম, শুকুর আলী ভূইয়া, শাহজালাল এন্ড জাকারিয়া এন্টার প্রাইজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোজাম্মেল আলী সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply