শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০১:৩৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ২০তম বৃত্তি বিতরণ উপলক্ষে সোমবার দুপুরে জগন্নাথপুর উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে এক সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়।
জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান এমএ নুর’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসনাত আহমদ চুন্নু’র পরিচালনায় এতে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ট্রাস্টের কোষাধ্যক্ষ আব্দুল হালীম, ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুহিব চৌধুরী, প্রতিষ্ঠাতা ট্রাস্টি নুরুল হক লালা মিয়া,সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, বর্তমান সহ সভাপতি ড.ছানাওর চৌধুরী, খান জয়নাল আবেদীন, ট্রাস্টি আব্দুল হাই, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুুনু, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ আব্দুল হাই, কালের কণ্ঠের জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি আলী আহমদ, যায়যায় দিনের উপজেলা প্রতিনিধি জুয়েল হোসেন প্রমুখ।
সভায় জানানো হয় আগামী ২৯ ফেব্রুয়ারী পৌর শহরের আল জান্নাত ইনস্টিটিউটে এবার ৫ শতাধিক শিক্ষার্থীদের মধ্যে ২৫ লাখ টাকার বৃত্তি বিতরণ করা হবে। এছাড়াও ১৫ জন শিক্ষার্থীকে উচ্চ শিক্ষার জন্য এককালীন বৃত্তি প্রদান করা হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ট্রাস্টের পক্ষ থেকে পরিবহন ব্যবহারের মাধ্যমে আনা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বৃত্তি বিতরণী অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
Leave a Reply