শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৪:০২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় করোরাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রনে করনীয় সম্পর্কে সচেনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে জগন্নাথপুর উপজেলা কমিটির(প্রশাসনিক কর্মকর্তাদের) আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর, মেডিকেল অফিসার ডা: মহিউদ্দিন আহমদ নাজমুল। এসময় উপজেলা পরিষদের
চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (এসিল্যান্ড) মো: ইয়াসির আরাফাত, জগন্নাথপুর থানার
অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুসহ বিভিন্ন পযার্য়ের নেতৃত্বে উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, করোনা ভাইরাসের ঝুঁকি কমাতে আমাদেরকে সচেতন হতে পাবে।
এই ভাইরাস প্রতিরোধে গরম পানি দিয়ে ভালো করে হাত ধুতে হবে, হাত না ধুয়ে চোখ, মুখ বা নাকে হাত দেওয়া যাবে না, হাঁচি কিংবা কাশির সময় টিস্যু ব্যবহার করতে হবে, অসুস্থ ব্যক্তির খুব কাছে না যাওয়া এবং জনসভাস্থত এড়িয়ে চলতে হবে। এসব মেলে চলতে কররোনাভাইস রোধ করা সম্ভব বলে বক্তারা।
Leave a Reply