শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৪:১১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী চার প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে।
সোমবার জগন্নাথপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে সুনামগঞ্জ জেলা রির্টানিং অফিসার মুরাদ উদ্দিন হাওলাদার প্রার্থীদের মধ্যে প্রতিক প্রদান করেন।
প্রতিক প্রাপ্তরা হলেন, মেয়র পদে চার প্রার্থীরা হলেন,আওয়ামী লীগ মনোনয়ন প্রার্থী জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসি মিজানুর রশিদ ভূঁইয়া (নৌকা), বিএনপির দলীয় মনোনীত প্রার্থী যুক্তরাজ্য প্রবাসি বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী সদ্য প্রয়াত মেয়র আব্দুল মনাফের ছেলে যুক্তরাজ্য প্রবাসি আবুল হোসেন সেলিম (জগ) ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আবিবুল বারি আয়হান (মোবাইল সেট)।
সুনামগঞ্জ জেলা রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার বলেন, মেয়র পদে চার প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। ২৯ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে তিনি জানিয়েছেন।
প্রসঙ্গত, জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ গত ১১ জানুয়ারি মৃত্যুবরণ করলে তাঁর এই শুন্য মেয়র পদে নির্বাচন কমিশন গত ১৬ ফেব্রæয়ারি তফসিল ঘোষনা দেয়। ২৭ ফেব্রæয়ারি চারপ্রার্থী জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচন রির্টানিং অফিসার মুজিবুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন।
Leave a Reply