শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৩:৪৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: উপজেলার রানীগঞ্জ বাজারে ডিজিটাল মার্কেটিং ডিসকাউন্ট অফার নামে নকল পণ্য, মিথ্যা প্রচার ও অবৈধ লটারী বিক্রির দায়ে ৩ প্রতারককে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে নেত্রকোনা জেলার কালিয়াজুুরী থানার নূরপুর গ্রামের মতিউর রহমানের পুত্র ওয়াসিম মিয়া (৩৫), হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রমশ্রী গ্রামের মকছুদ আলীর পুত্র মোঃ মুখলেছ আলী (৩০), নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার গসুখালী গ্রামের লুলু মিয়ার পুত্র মজলু মিয়া (৪৫)। মঙ্গলবার রাতে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্টেট ইয়াসির আরাফাত মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ অপরাধীর স্বীকারোক্তির পর ১ মাসের সাজা প্রদান করেন। এসময় থানার এসআই রফিক আহমদসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, স্থানীয় মেম্বার ও এলাকার বহু লোক উপস্থিত ছিলেন।
সংঘবদ্ধ চক্রটি ১০০ টাকা দিয়ে স্ক্র্যার্চ কার্ড কিনে চক্রটির অফিসে যেয়ে কার্ডটি স্ক্র্যাচ করলেই পাওয়া যাবে টিভি, ফ্রিজ, স্মার্টফোন সহ বিভিন্ন আকর্ষণীয় দ্রব্য এমন লোভনীয় সব অফার প্রচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রানীগঞ্জ বাজারের পাশে ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের দোকানে টিভি, ফ্রিজ, স্মার্টফোন কিছুই পাওয়া যায় নাই।
নির্বাহী ম্যাজিস্টেট ইয়াসির আরাফাত বুধবার জানান, গ্রেফতারকৃত অপরাধীরা নকল পণ্য বিক্রি, অবৈধ লটারী ও মিথ্যা প্রচার করে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর সাথে প্রতারণা করে আসছিল। অপরাধ মূলক কর্মকান্ডের কারণে ২০০৯এর ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৪ ধারা মোতাবেক ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃত অপরাধীরা দীর্ঘদিন ধরে মিথ্যা প্রচারের মাধ্যমে এলাবাসীকে ধোকাঁ দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল। মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রাপ্ত অপরাধীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply