শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন
জগন্নাথপুর নিউজ ডেস্ক ::
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আগামী ১৮ থেকে ৩১ মার্চ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সব নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সোমবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থগিত হওয়া পরীক্ষার তারিখ ও বিস্তারিত তথ্য পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।
পিএসসি বলছে, ইতিমধ্যে নেওয়া পরীক্ষাগুলোর ফলাফল এই সময়ে প্রকাশ করা হবে।
সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা পদে পিএসসির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। তবে ১৮-৩১ মার্চ পর্যন্ত সময়ে পিএসসির কতগুলো পরীক্ষা স্থগিত হচ্ছে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।
বাংলাদেশে এখন পর্যন্ত ৮ জনকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। তবে আক্রান্ত প্রথম তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিলে গেছেন। বর্তমান পাঁচজন চিকিৎসাধীন রয়েছে
Leave a Reply