শুক্রবার, ১১ Jul ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ও অভিষেক জগন্নাথপুরে সীমানা দেওয়াল নির্মাণ নিয়ে বিরোধ, সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু  জগন্নাথপুরে কৃষি অধিদফতরের বীজ ও চারা বিতরণ কারা নির্বাচনে অংশ নিতে পারবেন না, জানালেন অ্যাটর্নি জেনারেল জগন্নাথপুরে ধর্ষণের পর কিশোরীকে নদীরপাড়ে ফেলে গেল প্রেমিক! জগন্নাথপুরে মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরি জগন্নাথপুর উপজেলা বিএনপির সভায় বক্তারা, কয়সর আহমদকে বিএনপির প্রার্থী হিসাবে দেখতে চাই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন জগন্নাথপুরে সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়কালে সেনেটারি মিস্ত্রি নিহত 

সেনাবাহিনীর তত্ত্বাবধানে ত্রাণ বিতরণের প্রস্তাব বিরোধী দলীয় নেতার

সেনাবাহিনীর তত্ত্বাবধানে ত্রাণ বিতরণের প্রস্তাব বিরোধী দলীয় নেতার

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: সেনাবাহিনীর তত্ত্বাবধানে ত্রাণ বিতরণের প্রস্তাব করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। তিনি জনপ্রতিনিধিদের ত্রাণ সামগ্রী আত্মসাতের ঘটনাকে দুঃখজনক আখ্যায়িত করে বলেছেন, ত্রাণ বিতরণের বিষয়টি পুরোপুরি সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেওয়ার ব্যবস্থা করা গেলে প্রকৃত ক্ষতিগ্রস্তরা ত্রাণ পাবেন। এতে সরকারের উদ্দেশ্যও সফল হবে। আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে করোনা ভাইরাসে মৃতদের বিদেহী আত্মার মাগফেরাত ও করোনা আক্রান্তদের সুস্থতা কামনা করেছেন জাপা নেতা রওশন এরশাদ। তিনি বলেছেন, এই মহামারির মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে সারাদেশে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্থানীয় প্রশাসন নিরলসভাবে মানুষকে ঘরে রাখতে ও সরকারের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে। গণমাধ্যম কর্মীরাও প্রতি মুহূর্তের খবর জানাতে নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
ভেদাভেদ ভুলে হাতে হাত রেখে করোনা মোকাবিলায় সকলকে কাজ করার আহ্বান জানিয়ে রওশন এরশাদ বলেন, করোনার কোনও প্রতিষেধক বের হয়নি।
তাই সংক্রমণ এড়ানোর অন্যতম উপায় নিজেকে বিচ্ছিন্ন করে রাখা। সবাই সচেতন হলে এই ভাইরাস থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। তাই দেশবাসীকে বলবো, সরকারের নির্দেশনা পুরোপুরি মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন।
বিরোধী দলীয় নেতা বলেন, দেশব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় যত দ্রুত সম্ভব দেশের প্রতিটি উপজেলায় করোনা ভাইরাস পরীক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি বিত্তবানরাও এগিয়ে আসতে পারেন। এছাড়া প্রবীণ ও স্বাস্থ্য ঝুঁকিতে থাকা নাগরিকদের চিকিৎসা সেবায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অবিলম্বে চিকিৎসকদের পিপিই সরবরাহসহ সকল সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com