শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ১২:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
করোনাভাইরাসের কঠিন সংকটেও সুনামগঞ্জের জগন্নাথপুরের একটি বাজারে বেচাকেনা চলছিল। ভ্রাম্যমান আদালতের উপস্থিত টের পেয়ে মুর্হুতের মধ্যে দোকানপাট বন্ধ করতে শুরু হয় প্রতিযোগিতা। তবে ওই সময় আটটি দোকানঘর খোলা পেয়ে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলার সৈয়দপুর বাজারে এই অর্থদণ্ড প্রদান করা হয়।
জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখতে উপজেলা প্রশাসনের পক্ষে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে থানার একদল পুলিশের উপস্থিতিতে উপজেলার সৈয়দপুর বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানকালে সৈয়দপুর বাজারের কসমেটিকস, সু’জ, কাপড়, ক্রোকারিজসহ বিভিন্ন দোকান খোলা রাখায় এবং রাশিদ শপিং কমপ্লেক্সে জনসমাগম সৃষ্টি করায় আট ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এসব প্রতিষ্ঠান থেকে মোট ১১ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া করোনার সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে মাইকে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়েছে। এবং বাহিরে থাকা মাস্কহীন লোকজনের মধ্যে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইয়াসির আরাফাত বলেন, বাজারের প্রায় ৯০ ভাগ দোকানপাট খোলা রেখে কেনাবেচা চলছিল। আমাদের উপস্থিতি টের পেয়েই দোকানগুলো বন্ধ করে দিয়ে পালিয়েন।এরমধ্যে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় এবং একটি মার্কেটে জনসমাগম সৃষ্টি করায় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী মোট ১১ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া মার্কেটের মালিক এবং ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ও সেক্রেটারি কে সতর্ক করা হয়েছে।
Leave a Reply