শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ১১:৪৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলা প্রশাসনের জগন্নাথপুর এর ফেসবুক পেজ UNO Jagannathpur এর মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম এর আহবানে সাড়া দিয়ে উপজেলার বিভিন্ন হাওরে শিক্ষক, ছাত্রও বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠন, সামাজিক, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ধান কাটায় নিয়োজিত আছেন। যেসকল কৃষক শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছেন না তাদের পাকা ধান স্বেচ্ছাসেবীগণ কর্তন করে দিচ্ছেন। তারা তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে অবহিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম এ সময় তাদের ধান কর্তনের সাথে একাত্মতা পোষণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে সকলের সম্মিলিত প্রচেষ্ঠা আব্যাহত থাকলে আগামী ৪দিনের মধ্যে হাওরের ধান কর্তন সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি যার যার অবস্থান থেকে হাওরের কৃষকদের ধান কাটতে সহযোগিতা করার জন্য জগন্নাথপুরের সর্বস্তরের নাগরিকবৃন্দের প্রতি আহবান জানান।
উল্লেখ্য যে, উপজেলা প্রশাসনের বিভিন্ন রকমের উদ্যোগ, ফেসবুকের মাধ্যমে মোটিভেশন প্রক্রিয়া এবং বিশেষ প্রণোদনা দেওয়ার ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে স্থানীয় এবং অস্থানীয় শ্রমিকদের পাশাপাশি সমাজের বিভিন্নস্তর ও পেশার প্রায় ১৫০০ স্বেচ্ছাসেবী স্বতঃস্ফূর্তভাবে কাজ করে যাচ্ছেন। উপজেলা কৃষি বিভাগ, জগন্নাথপুর এর দেয়া তথ্য মতে অদ্যাবধি জগন্নাথপুর হাওরে আবাদকৃত ধানের ৫৩% এবং জগন্নাথপুর হাওর বহির্ভূত আবাদকৃত ধানের ৩৪% কর্তন সম্পন্ন হয়েছে।
Leave a Reply