শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ১২:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় করোনাভাইরাস উপসর্গ নিয়ে মারা যাওয়া গ্রাম পুলিশ কে দাহ না করে সমাধি দেওয়া হয়েছে । আজ বুধবার সন্ধ্যায় পাইলগাঁও ইউনিয়নের কিশোরপুর শ্বশ্মানঘাটে তাকে সমাধি (মাটি) দেওয়া হয়। পাইলগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহান আহমদ জানান, মারা যাওয়া যুবক আমাদের ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ। স্বাস্থ্যকর্মীদের তত্ত্বাবধানে নিয়ম মেনে তাকে সমাধি করা হয়েছে। এঘটনায় এ বাড়ি সহ আশপাশ এলাকার ১০ পরিবার কে লকডাউন করা হয়েছে। এবং তাদের প্রতিটি পরিবার কে হোমকোয়ারেন্টিনে রাখা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর জানান, স্বাস্থ্য বিধি মেনে মারা যাওয়া ব্যক্তির মরদেহ সমাধি করা হয়। তার শরীরে করোনাভাইরাস সংক্রমন রয়েছে কিনা তা নমুনা পরীক্ষার প্রতিবেদন এলে বুঝা যাবে।
Leave a Reply