শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ১২:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুরে কিশোরকন্ঠ মেধাবৃত্তি -২৪ সম্পন্ন জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে জনশক্তি সমাবেশ জগন্নাথপুর প্রেসক্লাবের সদস্য সংগ্রহ শুরু জগন্নাথপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জগন্নাথপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প সুনামগঞ্জে পিপি, অ্যাডিশনাল ও এপিপি নিযুক্ত হলেন জগন্নাথপুরের তিন প্রথিতযশা আইনজীবী জগন্নাথপুরে আজ থেকে এক মাসব্যাপী এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শুরু জগন্নাথপুর ও শান্তিগন্জ্ঞ বাসীর সেবা করতে চাই; বিশাল সম্বর্ধনায় বিএনপি নেতা কয়ছর আহমদ

জগন্নাথপুরের হাওরগুলোতে ধান কাটছেন শ্রমিক সহ সাড়ে পাঁচ হাজার স্বেচ্ছাসেবী

জগন্নাথপুরের হাওরগুলোতে ধান কাটছেন শ্রমিক সহ সাড়ে পাঁচ হাজার স্বেচ্ছাসেবী

স্টাফ রিপোর্টার ::  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিভিন্ন হাওরে পারিশ্রমিক শ্রমিক সহ স্বেচ্ছাশ্রমে ধান কাটছেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, আনসার সদস্যসহ সেচ্ছাসেবী প্রায় সাড়ে পাঁচ হাজার যুবক ও তরুণ। জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার রোববার যুগান্তরকে জানান, জগন্নাথপুর উপজেলার ছোটবড় ১৫ টি হাওরে এবার ২৫ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। হাওরজুড়ে পাকাধান থাকার পরও এবার করোনাভাইরাস সংক্রমনে অন্য জেলা থেকে তুলনামূলক কম শ্রমিক আসায় অকাল বন্যার আশঙ্কায় কৃষি বিভাগের আহ্বানে ধান কাটতে স্বেচ্ছাসেবীরা মাঠে নেমেছেন।
উপজেলা কৃষি অধিদপ্তর জানায়, দেশের অন্য জেলা থেকে আগত ও স্থানীয় কৃষি শ্রমিক পারিশ্রমিক নিয়ে ধান কাটছেন সাড়ে ৩ হাজার লোক। এছাড়াও শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ২ হাজার স্বেচ্ছাসেবী ধান কাটছেন।
জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন জানান, ইউনিয়নের ৯টি ওয়ার্ডে একযোগে শনিবার সকাল সাতটা থেকে চারশ তরুণ স্বেচ্ছাসেবক ইউনিয়নের বিভিন্ন হাওরে অসহায় শ্রমিক সংকটেপড়া কৃষকদের ধান কেটে দিয়েছেন। আমি স্বেচ্ছাসেবীদের উদ্বুদ্ধ করে ধানকাটার কার্যক্রম তদারকি করছি। রোববার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম যুগান্তরকে বলেন, ইউএনও জগন্নাথপুর এর ফেসবুক পেজে ধান কাটার আহ্বান জানিয়ে একটি পোস্ট দেওয়ার পর থেকে এ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে ধান কাটতে নেমেছেন। তরুণরা উৎসাহ উদ্দীপনায় কৃষকদের পাকাধান কেটে দিয়ে মহতি কাজ করছেন। প্রশাসনের পক্ষ থেকে আমি তাদের কে ধন্যবাদ জানাই।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com