শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে আজ বুধবার (১৭ মার্চ) জগন্নাথপুরে বর্ণিল আয়োজনে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক সুচনা হয়।
সকাল সাতটায় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আযোজনে ও বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উম্মুক্ত এ প্রতিযোগতায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে উপজেলার নারিকেলতলা পয়েন্ট পর্যন্ত এই ম্যারাথন প্রতিযোগিতায় হয়। সকাল ১০টায় জগন্নাথপুর উপজেলা পরিষদে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা পরিষদ, জগন্নাথপুর থানা, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান , ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, নারী ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার,মুক্তিযোদ্ধা আব্দুল হক,প্রেসক্লাব সভাপতি শংকর রায়, শিক্ষক সাইফুল ইসলাম রিপন, সালেহা পারভেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতায়, মহান মুক্তিযোদ্ধা শহীদের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করে মসজিদ মন্দিরে দোয়া প্রার্থনা, হাসপাতালে উন্নমানের খাবার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনভর বিভিন্ন কর্মসুচী পালিত হয়।
এদিকে মুজিববর্ষ উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা পরিষদ এলাকায়, থানা ভবন, পৌরসভা, মুক্তিযোদ্ধা ভবনসহ সরকারী বিভিন্ন দপ্তর আলোয় আলোয় সাজানো হয়েছে। আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পর্যন্ত বর্ণিল আয়োজন থাকবে।
Leave a Reply