শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ নাশকতামূলক তৎপরতার অভিযোগে বৈঠক থেকে তিন জমিয়ত নেতাকে গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তিদের মঙ্গলবার (১৮ মে) সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।
তারা হলেন, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেল তলা গ্রামের মাওলানা আব্দুল হাই(৩২) একই ইউনিয়নের গন্ধবপুর গ্রামের মাওলানা তোফায়েল আহমেদ (২৭) ও মাওলানা ইউছুফ আলী (৩১)।
পুলিশ জানায়, গত সোমবার রাতে রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর হাফিজ মাওলানা ইউসুফ আলীর বাড়িতে জমিয়ত উলামায়ে ইসলামের নেতারা গোপন বৈঠক করে সরকার বিরোধী তৎপরতা ও নাশকতার পরিকল্পনা করছিলেন।খবর পেয়ে অভিযান চালিয়ে ঘটনাস্হল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ১৩ জন পালিয়ে যায়। এঘটনায় জগন্নাথপুর থানায় উপ-পরিদর্শক সফিকুল আহমদ বাদী হয়ে নাশকতার পরিকল্পনা অভিযোগ এনে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাস্হল থেকে রড ধারালো অস্ত্র রং ও তুলি উদ্ধার করা হয়েছে। তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
জমিয়ত উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ জানান, গ্রেপ্তারকৃত তিনজন তাদের দলের সক্রিয় কর্মী। তাঁরা স্হানীয় তাদের আঞ্চলিক এক সংগঠনের সভা করছিলেন কোন ধরনের নাশকতার সাথে তাদের সম্পৃক্ততা নেই। পুলিশ ভুল তথ্যে তাদের গ্রেপ্তার করেছে।
Leave a Reply