শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন
আমিনুল হক সিপন ::
নিত্যনতুন আকর্ষণীয় ডিজাইনের আধুনিক ও মনমাতানো পোশাক নিয়ে এবার জগন্নাথপুরে যাত্রা শুরু করলো জেন্টস ও কিডস শপ ‘টপ জেন’।জগন্নাথপুর পৌর শহরের প্রাণকেন্দ্র টিএন্ডটি রোডস্থ মুজাফফর মার্কেটে অবস্থিত ‘টপ টেন’ নামক ব্র্যান্ড শপে রয়েছে পুরুষ ও শিশুদের আধুনিক মনমাতানো দেশী-বিদেশী সব কালেকশন। ইতোমধ্যে জগন্নাথপুরের তরুণ-যুবকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এ প্রতিষ্ঠানটি।
বুধবার জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- জগন্নাথপুর পৌর আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া,জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র ও ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সাফরোজ ইসলাম মুন্না, সালিশি ব্যক্তিত্ব আব্দুল হাশিম প্রমুখ।
এ সময় মুফতি গিয়াস উদ্দিনের পরিচালনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের মালিক দিলোয়ার হোসেন বলেন, ‘‘টপ জেন’এ রয়েছে সববয়সী পুরুষ ও শিশুদের জন্য দেশী-বিদেশী সবধরনের পোশাক। তবে তরুণ ও যুবকদের জন্য রয়েছে ব্যাপক কালেকশন। আমাদের কালেকশনের মান অত্যান্ত ভালো ও আকর্ষণীয় ডিজাইনের।’’ প্রতিষ্ঠানটি চালু করতে পেরে আল্লাহর কাছে শোকরিয়া আদায় করেন এবং সকলের কাছে দোয়া ও সহযোগিতা চান।
Leave a Reply