শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১১:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে আজ সোমবার থেকে টিকা পাবেন মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, আজ ১০ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত উপজেলার মাধ্যমিক পর্যায়ের প্রায় ২১ হাজার শিক্ষার্থীদের কোভিট -১৯ এর টিকা দেওয়া হবে। উপজেলার ৫ টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে মাধ্যমিক পর্যায়ের ১২ থেকে ১৮ বছরের শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোখলেছুর রহমান বলেন, টিকাদান কার্যক্রমে উপজেলার ৩৪ টি মাধ্যমিক বিদ্যালয় ও স্কুল এন্ড কলেজ এবং ১৯ টি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। সবাইকে স্ব স্ব প্রতিষ্ঠান থেকে টিকার কার্ড সংগ্রহ করে নির্ধারিত সময়ে টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা নিতে হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর বলেন, স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে টিকাদান কার্যক্রম সম্পন্ন করার লক্ষে আমরা সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি।
Leave a Reply