শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৪:৪৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ত্রানের জন্য বুভুক্ষু মানুষের মিছিল হয়েছে।
মঙ্গলবার দুপুরে সিলেটস্হ জগন্নাথপুর সমিতি ত্রান বিতরন করতে জগন্নাথপুর আসলে শত শত বানবাসী মানুষ ত্রানের আশায় সকাল থেকে উপস্হিত হন। সমিতির পক্ষ থেকে জগন্নাথপুর পৌরসভার ৬ নং জগন্নাথপুর ওয়ার্ড থেকে ৫০ জন, ৫ নং বাড়ী জগন্নাথপুর ওয়ার্ড থেকে ৫০জন,৩নং কেশবপুর থেকে ৫০ জন, ৪নং হবিবপুর ওয়ার্ড থেকে ৫০ জন বন্যাদুর্গত মানুষের লিষ্ট করে এ দিন তাদেরকে স্হানীয় বটের তল এলাকায় ত্রানের পেকেট নিতে বলা হলে ওই দিন সকাল থেকে শত শত মানুষ জড়ো হন কিন্তু ৬ নং ওয়ার্ডের অধিকাংশ মানুষ ত্রান না পেয়ে নিরাশ হয়ে মিছিল সহকারে ক্ষোভ প্রকাশ করে ফিরে যান।
পরে আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামের পাশ্ববর্তী সড়কে এসে ৩৫ টি প্যাকেট বিতরনের জন্য দিলে অডিটোরিয়ামে আশ্রিত সহ আশপাশের শতশত লোকদের মধ্যে ত্রানের প্যাকেট নিয়ে মারামারি শুরু হয়।
সমিতির সেক্রেটারি শামীম আহমদ বলেন, আমরা চাল-ডাল তেল সহ ২শ পেকেট বিতরন করেছি । তবে শৃংখলা রক্ষা করা যায়নি। আমাদের লিষ্ট অনুযায়ী দিতে না পারাটা দুঃখ জনক।
Leave a Reply