শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৫:২৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : : আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন বৃহস্পতিবার সন্ধায় জগন্নাথপুর উপজেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। মতবিনিময় সভায় আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ ডন বলেন,এবারের ভয়াবহ বন্যায় বানভাসি মানুষের পাশে যেভাবে সহায়তা নিয়ে সরকার দাঁড়িয়েছে তা অনুকরণীয়। উন্নয়নশীল দেশের সক্ষমতা অর্জনের প্রমান পাওয়া গেছে এ বন্যা মোকাবিলার মাধ্যমে । তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যার খবর পেয়ে সিলেটে ছুটে এসে আমাদের পাশে দাঁড়িয়ে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন। তিনি বলেন আমার বাবা প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ ২০০৪ সালের বন্যায় জগন্নাথপুরবাসীর পাশে ছিলেন। তাঁর উত্তরসূরী হিসেবে
আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে আমি বন্যায় দুর্গত মানুষের পাশে ত্রাণ সহায়তা নিয়ে হাজির হয়েছি।
এবার আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে পুনর্বাসন কার্যক্রম হাতে নিয়েছি। জগন্নাথপুর ও শান্তিগঞ্জে সাড়ে তিনশ পরিবারের মধ্যে ডেউটিন বিতরণ করা হবে। এছাড়াও তাঁর আমন্ত্রণে নিউজ ব্রডকাস্টারস এসোসিয়েশন ( এনবিএ) এর আয়োজনে বন্যা দুর্গত জগন্নাথপুর উপজেলার মানুষের চিকিৎসা নিশ্চিতে উপজেলার চিলাউড়া মাদ্রাসা মাঠে বিশেষজ্ঞ ডা. সাকলাইন রাসেলের নেতৃত্বে ঢাকা থেকে আগত একদল চিকিৎসকবৃন্দ শুক্রবার দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করবে বলে তিনি জানান। এসব কার্যক্রম বাস্তবায়নে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু এর পরিচালনায় এতে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বিটিভির সিলেট প্রতিনিধি মুক্তাদীর আহমেদ মুক্তা। সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, আওয়ামী লীগ নেতা কালি কুমার রায়,আফু মিয়া,যুক্তরাজ্য প্রবাসী রাসেল শাহ,তাজ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।
Leave a Reply