শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১২:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
“শিক্ষকদের হাত ধরেই, শিক্ষা ব্যবস্থা রূপান্তর শুরু” এই প্রতিপাদে সুনামগঞ্জের জগন্নাথপুরে শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে র্যালি শেষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক রাসেল তালুকদারের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছায়াদ আলী।
বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোখলেছুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সাব্বির আহমদ চৌধুরী, সহসভাপতি নজির উদ্দিন আহমদ, সৈয়দুরনেছা চন্দন মিয়া কলেজের অধ্যক্ষ আকবর হোসেন, রানীগঞ্জ কলেজের অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুর।
বক্তব্য দেন, শাহাজালাল মহাবিদ্যালয়ের প্রভাষক জহিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহসভাপতি এইচ এম আজমল, পাড়ারগাঁও আইডিলায় হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) গোলজার হোসেন, শাহারপাড়া শাহকামাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন, আব্দুস সোবাহন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আকবর আলী ও গীতা থেকে পাঠ করেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস।
এসময় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply