শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০২:৪৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় এবার ৭১ জন শিক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছে। মাদ্রাসা থেকে জিপিএ ৫ পায় ৬ জন শিক্ষার্থী। মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসার সার্বিক ফলাফল সন্তোষজনক।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, এবার উপজেলার ৩০ টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২২৭৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয় ১৯১৩ জন শিক্ষার্থী। জিপিএ -৫ পায় ৭১ জন শিক্ষার্থী।
অপরদিকে উপজেলার ১৮টি মাদ্রাসা থেকে ৭১৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয় ৫৯৯ জন শিক্ষার্থী।জিপিএ-৫ পেয়েছে মাত্র ৬ জন শিক্ষার্থী। স্কুল পর্যায়ে সবোচ্চ জিপিএ-৫ পায় স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়। তাদের ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পায় পাসের হার ৯৭.১০ ভাগ।
জগন্নাথপুর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ে জিপিএ ৫ পেয়েছে ৫ জন শিক্ষার্থী ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মখলেছুর রহমান জানান,উপজেলার স্কুল পর্যায়ে পাসের হার ৮৩.১৬ এবং মাদ্রাসা পর্যায়ে পাসের হার ৮৪.১ ভাগ। তিনি জানান,গত বছর স্কুল থেকে ৩৭ জন ও মাদ্রাসা পর্যায় থেকে ৫ জন জিপিএ-৫ পেয়েছিল। এবার এ উপজেলায় জিপিএ প্রাপ্ত দের সংখ্যা বেড়েছে।
Leave a Reply