শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৫:০৬ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার খাজা গরিবে নেওয়াজ (রাঃ) দরবার শরীফ চিলাউড়ার আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ওয়াজ, জিকির ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) ৫নং চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুলের সভাপতিত্বে ও দরবার শরীফের খাদিম মোঃ খালেদুজ্জামান ও জুয়েল আহমদের যৌথ পরিচালনায় বাদ আসর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত ওয়াজ, জিকির ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির নসিহত পেশ করেন খাজা গরিবের নেওয়াজ দরবার শরীফ, মুসাপুর, রায়পুরা, নরসিংদীর পীর সাহেব খাজা সোহরাব হোসাইন খান চিশতী (অনন্ত মৈত্রী)।
বিশেষ অতিথির নসিহত পেশ করেন বুরাইয়া কামিল মাদ্রাসার মোহাদ্দিস হজরত মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মুফতী রফিক উদ্দিন।
এতে উপস্থিত ছিলেন- রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী আনোয়ার মিয়া সাবেক মেম্বার, বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোসারফ হোসেন, চিলাউড়া গ্রামের শালিসী ব্যক্তিত্ব নুর মিয়া সাবেক মেম্বার, হানিফ উল্লাহ, তরুন সমাজ সেবক ও রাজনীতিবীদ আবুল হাশিম ডালিম, দুলন মিয়া দুলু, মালেক মিয়া, আকল মিয়া, যুক্তরাজ্য প্রবাসী রিপন মিয়া এবং দরবার শরীফের মুরিদান, আশেকান ভক্ত বৃন্দ সহ ধর্মপ্রান মুসলিম জনতা।
প্রধান অতিথির বক্তব্যে খাজা গরিবে নেওয়াজ দরবার শরীফ মুসাপুর, রায়পুরা, নরসিংদীর পীর সাহেব খাজা সোহরাব হোসাইন খান চিশতী (অনন্ত মৈত্রী) বলেন, রবিউল আওয়াল মাসের ১২ তারিখে সুবেহে সাদিকের সময় পৃথিবীতে আগমন ঘটেছিল মহান আল্লাহ রাব্বুল আল আমিনের প্রিয় হাবিব দু‘জাহানের সর্দার নূরে মুজাচ্ছাম সকল নবীদের নবী, সৃস্টিকুলের মুল আমার আপনার নয়নের মণি হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লালাহু আলাইহি ওয়াস সাল্লাম। তিনি আমার আপনার জন্যে রহমত বরকত, আমার আপনার পথ প্রদর্শক। খাজা সোহরাব হোসেন খান চিশতী আরও বলেন, আমার প্রিয় নবীর জন্ম না হলে মহান আল্লাহ রাব্বুল আল আমিন আরশ কুরশি, ফেরেস্তাকুল, মানবকুল, পৃথিবী সৃষ্টি করতেন না, মহান রবের সৃস্টি কুলের মধ্যে আমার আপনার নবী হজরত মোহাম্মদ মোস্তফা (সাঃ) সব দিক দিয়ে সম্মানিত, তাইত সকল মুসলমানদের ঈমানী দায়িত্ব হচ্ছে ঈদে মিলাদুন্নবী পালন করা।
খাজা সোহরাব হোসাইন খান চিশতী তার বক্তব্যে আরও বলেন, মানবজাতির জন্য শিক্ষা দু ধরনের; একটা হচ্ছে কাগজে কলমে জ্ঞান বিজ্ঞান অর্জন করা চর্চা করা, যা আমরা মাদ্রাসা বা স্কুল কলেজ থেকে করে থাকি। আরেকটা হচ্ছে নিজেকে নিজের আত্মাকে সহিশুদ্ধ করার জন্ন্যে জ্ঞান অর্জন করা। নিজেকে পরিপূর্ণ ভাবে একজন খাঁটি ঈমানদার মুসলমান হিসাবে গড়ে তুলতে হলে নিজের আত্মপ্রকাশ ঘটাতে হলে সর্বপ্রথম নিজেকে নিজের আত্মাকে সহিশুদ্ধভাবে গড়ে তুলতে হবে। নিজেকে নিজের আত্মাকে সহিশুদ্ধভাবে গড়ে তুলতে হলে একজন কামিল পীর মুর্শিদের শরনাপন্ন হতে হবে। কামিল পীর মূর্শিদের কাছ থেকে আত্মশুদ্ধির জ্ঞান চর্চা করতে হবে জ্ঞান অর্জন করতে হবে। কামিল পীর মুর্শিদ ছাড়া কোন কালেই নিজেকে নিজের আত্মাকে পরিপূর্ণ ভাবে সহিশুদ্ধ করা যায়না যাবেনা। তাইত আমার আপনার সকলের আত্মাকে সহিশুদ্ধ ভাবে গড়ে তুলতে হলে একজন কামিল পীর মূর্শিদের প্রয়োজন। আসুন আমি আপনি একজন কামিল পীর মূর্শিদের কাছে বায়াত গ্রহন করে নিজেকে একজন খাঁটি ঈমানদার মুসলমান হিসাবে গড়ে তুলি; নিজের আত্মাকে সহিশুদ্ধ ভাবে গড়ে তুলি।
তিনি সকল মুসলমানদের সিরাতাল মুসতাকিমের পথে আহলেসুন্নত ওয়ালজামাতের পথে পীর মাশায়েকদের পথ অনুসরন করে চলার আহবান জানিয়েছেন।
মাহফিলে জিকির ও মিলাদ মাহফিল পরিচালনা করেন- খাজা গরিবে নেওয়াজ দরবার শরীফ চিলাউড়ার পীর সাহেব খাজা রুমেন হোসেন চিশতী।
মোনাজাত পরিচালনা করেন হাফিজ মোঃ ইয়াহিয়া।
মোনাজাতে দেশ ও দেশের মানুষের শান্তিকামনা করে, সকল মুর্দেগানদের কবরের জিন্দেগীর শান্তিকামনা করে, দরবার শরীফের মুরিদান সহ সকল ভক্তবৃন্দের সুখশান্তি দীর্ঘায়ূ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
– সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply