শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৭:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :
দৈনিক সিলেটের ডাক’র ঢাকা অফিসের ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম সিরাজের মা ফুলবাহার বেগম (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুরস্থ নিজ বাড়ীতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার বেলা ১১টায় জানাযা শেষে মরহুমার দাফন সম্পন্ন হয়।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি ৬ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
ফুলবাহার বেগম বিশিষ্ট সমাজসেবী মৃত হারিছ উল্যার স্ত্রী।
শুক্রবার সকালে নিজ বাড়ীর আঙিনায় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাযায় বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। জানাযা শেষে মহান আল্লাহ পাকের দরবারে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু আইয়ূব আনসারী। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে, দৈনিক সিলেটের ডাক’র ঢাকা অফিসের ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম সিরাজের মাতার মৃত্যুতে দৈনিক সিলেটের ডাক পরিবার ও জগন্নাথপুর প্রেসক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
শোক প্রকাশকারীরা হলেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহ সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ আব্দুল হাই, নির্বাহী সদস্য আলী আহমেদ, মাসুম আহমদ, সাংবাদিক আমিনুল হক সিপন, জুয়েল আহমেদ, রেজুওয়ান কোরেশি, রোমান আহমদ প্রমুখ।
শোকবার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
Leave a Reply