নিজস্বপ্রতিবেদক : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের হবিবপুর কেশবপুর ফাযিল ডিগ্রী মাদরাসায় উপজেলার ৬ টি মাদরাসার মোট ৪৮১ জন ছাত্র- ছাত্রী ফাযিল পরিক্ষায় অংশ গ্রহন করেছেন। বৃহস্পতিবার থেকে অত্যান্ত শান্তিপূর্ণ ও নকল মূক্ত পরিবেশে পরিক্ষা
শুরু হয়েছে। শিক্ষার্থী রা উপজেলার যে মাদরাসা থেকে অংশ নিয়েছে সে গুলো হলো ঐতিহ্য বাহী হবিবপুর কেশবপুর ফাযিল ডিগ্রী মাদরাসা, বুরাইয়া মাদরাসা, সৈয়দপুর মাদরাসা, হলিয়ার পাড়া মাদরাসা, আল জান্নাত মাদরাসা, আক্তা পাড়া মাদরাসা। হবিবপুর কেশবপুর ফাযিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ ও পরিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল হাকীম জানান, অত্যান্ত শান্তিপূর্ণভাবে ও নকল মূক্ত পরিবেশে পরিক্ষা চলছে।
হবিবপুর ও কেশবপুর ফাযিল ডিগ্রী মাদরাসার পরিচালনা কমিটির অন্যতম সদস্য মোঃ মাশাদুল হক চৌধুরী রাসেল বলেন, ঐতিহ্য বাহী এই মাদরাসার শিক্ষার পরিবেশ অনেক ভালো। আগামী তে এই মাদরাসায় মাস্টার্স চালুর বিষয়টি প্রক্রিয়াদিন রয়েছে।
Leave a Reply