শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১১:৫৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে জামাতে অংশগ্রহণ করেন মুসল্লীরা।
উপজেলার প্রায় পাঁচ শতাধিক মসজিদে সকাল সাড়ে সাত টা থেকে সকাল সাড়ে আট টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। অন্যদের বছরের মতো এবারও মসজিদগুলোতে মুসল্লিদের ঢল ছিল। উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি।
এদিকে ভোররাত থেকেই থেমে থেকে বৃষ্টি শুরু হয়। ঈদের জামাতের সময়ও গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে।
এদিকে করোনা থেকে রক্ষা পেতে মহান আল্লাহ বাব্বুল আলামিনের দরবারে দেশ ও বিশ্ববাসীর জন্য নামাজ শেষ মোনাজাত করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান জানান, শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত সম্পন্ন হয়েছে জগন্নাথপুরে। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সরকারী নির্দেশনা অনুয়ায়ী স্বাস্হ্যবিধি মেনে ঈদের নামাজ আদায়ের জন্য আমরা নির্দেশনা দিয়েছি।
Leave a Reply