শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৩:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে দোকানপাট খোলা রেখে জনসমাগম তৈরি করে চলছিল ব্যবসায়িক কার্যক্রম।
এ অবস্থায় কয়েকটি বাজারে আজ শনিবার (৩ জুলাই) অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তখন অনেক ব্যবসায়ী দোকান খোলা রেখেই পালিয়ে যান। এ সময় ৮টি দোকানে জরিমানার পাশাপাশি বাজারের সকল ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে।
জানা যায়, শনিবার দুপুরে উপজেলার ভবেরবাজার, মিরপুর, নয়াবন্দর বাজারসহ বিভিন্ন স্থানে অভিযান চলে। অভিযানকালে ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি দেখে দোকানপাট বন্ধ করতে শুরু হয় প্রতিযোগিতা।
অনেকে দোকান খোলা রেখেই পালিয়ে যান। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাশের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালানো হয়। জরিমানা করা হয় ৮টি ব্যবসাপ্রতিষ্ঠানকে। এসব প্রতিষ্ঠান থেকে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
Leave a Reply