শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৩:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সারাদেশের মতো জগন্নাথপুর উপজেলায় করোনাভাইরাস প্রতিষেধক ভ্যাকসিন কার্যক্রম আবারো সোমবার (১২ জুলাই) থেকে শুরু হয়েছে। ঐ দিন ১১০জন টিকা নিয়েছেন।
সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনটি টিকাদান কেন্দ্রে আগ্রহীরা এই টিকা নেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুদন ধর জানান, জগন্নাথপুরে এবার দুই হাজার দুইশত ডোজ ভ্যাকসিন পাওয়া গেছে। এরমধ্যে এক হাজার একশত জনকে এই ভ্যাকসিন দুইবার করে দেওয়া হবে। শুক্রবার ব্যতিত অন্যসব দিনে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলছে।
Leave a Reply