শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৪:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জেলা পরিষদের ১১ নং ওয়ার্ডের উপ নির্বাচনে বিজয়ী হয়েছেন গীতিকবি সৈয়দ দুলাল। তিনি ৬৭ ভোট পেয়ে তালা প্রতীকে নির্বাচিত হন। এদিকে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এম সমছু মিয়া (টিউবওয়েল) প্রতীকে ২২ ভোট পেয়েছেন।
জেলা পরিষদ ও উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত জেলা পরিষদের ১১ নং ওয়ার্ড সদস্য সৈয়দ সাব্বির আহমেদ গত বছরের ১৯ ডিসেম্বর করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করলে আসনটি শূন্য হয়। পরে ঘোষিত তফসিল অনুযায়ী একাধিকবার লকডাউনের কারণে নির্বাচন স্থগিত হয়। সর্বশেষ ঘোষণা অনুযায়ী আজ এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী তিনজন প্রার্থীর মধ্যে জাহাঙ্গীর হোসেন কুরেশী মনোনয়ন দাখিল করে ঘুড়ি প্রতীক পাওয়ার পর নির্বাচন থেকে সরে যুক্তরাজ্যে চলে যান। পরে সৈয়দ দুলাল তালা প্রতীকে এবং এম সমছু মিয়া সুজন (টিউবওয়েল) প্রতীকে ভোটযুদ্ধে অবতীর্ণ হন। নির্বাচনে উপজেলার রানীগঞ্জ, চিলাউড়া হলদিপুর, সৈয়দপুর শাহারপাড়া, পাটলী, মীরপুর,আশারকান্দি ও পাইলগাঁও ইউনিয়ন পরিষদের ৯২ জন জনপ্রতিনিধি ভোটার হিসেবে ভোটাধিকার প্রয়োগ করার কথা থাকলেও ৯০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলার সৈয়দপুর আলিয়া মাদ্রাসা কেন্দ্রে একটানা ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এতে সৈয়দ দুলাল নির্বাচিত হন।
উল্লেখ্য, ২০১৭ সালে প্রথম বারের মতো জনপ্রতিনিধিদের ভোটে জেলা পরিষদের ওয়ার্ড ভিত্তিক সদস্য ও চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়।
Leave a Reply