শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৭:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তছর আলীর ১৬তম মৃত্যু বার্ষিকী আজ ২৫ আগষ্ট। ২০০৫ সালের এই দিনে হঠাৎ করে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন।
তাঁর মৃত্যু বার্ষিকী উপলক্ষে পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়, প্রবাসী নলুয়া সংঘ ও পারিবারিক উদ্যাগে স্মরণ সভা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী আকিকুন নেছা তিন মেয়ে যথাক্রমে নার্গিস সুলতানা ডেইজি,শার্মিন সুলতানা চামেলি ও আনিকা সুলতানা সুইটি সহ অসংখ্য আত্বীয় স্বজন গুনগাহী রেখে গেছেন।
তাঁর ছোট ভাই ফররুখ আহমদ উপজেলার কেশবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ও আরেক ভাই রিপন মিয়া গ্রীস প্রবাসী। তাঁর বড় জামাতা রুপুল মিয়া হিমেল এনসিসি ব্যাংক জগন্নাথপুর শাখার ব্যবস্হাপক হিসেবে কর্মরত আছেন।
উল্লেখ্য, প্রধান শিক্ষক মোঃ তছর আলী উপজেলার একজন সুনামধন্য শিক্ষক হিসেবে আমৃত্যু কাজ করে গেছেন। তিনি রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে ১৮ বছর কর্মরত থাকাবস্হায় নিজ এলাকায় ১৯৯৬ সালে পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।১৯৯৮ সালে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব নেন।২০০১ সালে তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত হন।২০০৩ সালে তাঁর নেতৃত্বে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মনোনীত হয়।২০০৫ সালের এই দিনে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। ১৯৫৭ সালের ১৩ এপ্রিল উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বেরী গ্রামে তোয়াহিদ উল্যাহ ও ছুরত বিবি দম্পতির ঘরে জম্মগ্রহণ করেন গুনী এ শিক্ষক । প্রয়াত জাতীয় নেতা সাবেক পররাষ্ট্র মন্ত্রী আব্দুস সামাদ আজাদের সাথে ছিল তাঁর সুসম্পর্ক।
Leave a Reply