শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৭:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সেমিনারে তারেক রহমান; আগামীর বাংলাদেশে প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হতে পারবে না জগন্নাথপুরে কিশোর হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২ ৩য় বারের মতো জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন মাওলানা লুৎফুর রহমান জগন্নাথপুরে মসজিদ কমিটি কে কেন্দ্র করে দুই পক্ষের সংর্ঘষে বৃদ্ধ নিহত, আহত ৩৫ যুক্তরাজ্য বিএনপি নেতা হুমায়ুন কবির ও এম এ ছাত্তার এর স্বদেশ আগমন সিলেটে মুনতাহা হ ত্যা কা ণ্ড : চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ জগন্নাথপুর প্রেসক্লাবে  দ্বিতীয় ধাপে প্রাথমিক সদস্যপদ প্রদান জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুরে কিশোরকন্ঠ মেধাবৃত্তি -২৪ সম্পন্ন জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে জনশক্তি সমাবেশ

জগন্নাথপুরে প্রধান শিক্ষক তছর আলীর ১৬ তম মৃত্যু বার্ষিকী আজ

জগন্নাথপুরে প্রধান শিক্ষক তছর আলীর ১৬ তম মৃত্যু বার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তছর আলীর ১৬তম মৃত্যু বার্ষিকী আজ ২৫ আগষ্ট। ২০০৫ সালের এই দিনে হঠাৎ করে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন।

তাঁর মৃত্যু বার্ষিকী উপলক্ষে পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়, প্রবাসী নলুয়া সংঘ ও পারিবারিক উদ্যাগে স্মরণ সভা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী আকিকুন নেছা তিন মেয়ে যথাক্রমে নার্গিস সুলতানা ডেইজি,শার্মিন সুলতানা চামেলি ও আনিকা সুলতানা সুইটি সহ অসংখ্য আত্বীয় স্বজন গুনগাহী রেখে গেছেন।

তাঁর ছোট ভাই ফররুখ আহমদ উপজেলার কেশবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ও আরেক ভাই রিপন মিয়া গ্রীস প্রবাসী। তাঁর বড় জামাতা রুপুল মিয়া হিমেল এনসিসি ব্যাংক জগন্নাথপুর শাখার ব্যবস্হাপক হিসেবে কর্মরত আছেন।
উল্লেখ্য, প্রধান শিক্ষক মোঃ তছর আলী উপজেলার একজন সুনামধন্য শিক্ষক হিসেবে আমৃত্যু কাজ করে গেছেন। তিনি রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে ১৮ বছর কর্মরত থাকাবস্হায় নিজ এলাকায় ১৯৯৬ সালে পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।১৯৯৮ সালে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব নেন।২০০১ সালে তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত হন।২০০৩ সালে তাঁর নেতৃত্বে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মনোনীত হয়।২০০৫ সালের এই দিনে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। ১৯৫৭ সালের ১৩ এপ্রিল উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বেরী গ্রামে তোয়াহিদ উল্যাহ ও ছুরত বিবি দম্পতির ঘরে জম্মগ্রহণ করেন গুনী এ শিক্ষক । প্রয়াত জাতীয় নেতা সাবেক পররাষ্ট্র মন্ত্রী আব্দুস সামাদ আজাদের সাথে ছিল তাঁর সুসম্পর্ক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com