শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০২:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যান চলাচল বন্ধ; জগন্নাথপুরের মহাসড়কে আবারও সেই সেতুর পাটাতন ভেঙে আটকে গেলো ট্রাক সেমিনারে তারেক রহমান; আগামীর বাংলাদেশে প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হতে পারবে না জগন্নাথপুরে কিশোর হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২ ৩য় বারের মতো জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন মাওলানা লুৎফুর রহমান জগন্নাথপুরে মসজিদ কমিটি কে কেন্দ্র করে দুই পক্ষের সংর্ঘষে বৃদ্ধ নিহত, আহত ৩৫ যুক্তরাজ্য বিএনপি নেতা হুমায়ুন কবির ও এম এ ছাত্তার এর স্বদেশ আগমন সিলেটে মুনতাহা হ ত্যা কা ণ্ড : চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ জগন্নাথপুর প্রেসক্লাবে  দ্বিতীয় ধাপে প্রাথমিক সদস্যপদ প্রদান জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুরে কিশোরকন্ঠ মেধাবৃত্তি -২৪ সম্পন্ন

জগন্নাথপুরে ভোট গ্রহন চলছে : ভোটার উপস্হিতি একেবারেই কম

জগন্নাথপুরে ভোট গ্রহন চলছে : ভোটার উপস্হিতি একেবারেই কম

 

সানোয়ার হাসান সুনু ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহন চলছে । তবে ভোটার ঊপস্হিতি একে বারেই কম।
বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী উপজেলার ৮৯ টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চললেও সংশ্লিষ্ট ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারে কম। দুপুর পেরিয়ে গেলেও ভোটকেন্দ্রে ভোটাররা আসছেন না। নারী ভোটারদের উপস্হিতি একেবারেই কম।

কেন্দ্রের নির্দিষ্ট ভোটের চেয়ে কাস্টিং ভোট অনেক কম। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার একাধিক ভোট কেন্দ্র ঘুরে ভোটারের উপস্থিতি পরিলক্ষিত হয়নি।
বিএনপি ও জামায়াত ইসলামিব নির্বাচন বয়কট করায় তাদের সমর্থিত ভোটাররা না আসায় ভোটার উপস্হিতি কম বলে অভিজ্ঞ মহল ধারনা করছেন।
অনেকেই বিগত জাতীয় নির্বাচনে ভোট দিতে না পারা সহ নানা অনিয়মের কথা তুলে ধরেন।
সাধারণ ভোটররা বলছেন, বাপ -দাদার
আমল থেকে সহজ পদ্ধতি ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে আসছি। এখন ইভিএম কেন?
ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের ফলে ভোট পদ্ধতির সাথে পরিচত না থাকায় ভোটররা ভোট দিতে আসছেন না। তাছাড়া নির্বাচন নিয়ে নানা আতংকের কথা জানান।
উপজেলার জগন্নাথপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভোট পড়েছে ১৫০০ এ কেন্দ্রে মোট ভোট ৩৮০০
প্রিজাইডিং অফিসার সোহরাব হোসেন জানান,শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন হলেও ভোটার উপস্হিতি কম।নারী ভোটারের উপস্হিতি একেবারেই কম।
স্বরুপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৪০০ ভোটের মধ্যে বিকেল ৩ টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ৮২০। রসুলপুর জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৩ হাজার ২০০ ভোটের মধ্য বিকেল ২ টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭০টি। চিলাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ হাজার ৪০০ ভোটের মধ্যে বিকেল ৩টা পর্যন্ত ৯৫০ ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তা। এদিকে হাওর এলাকায় ভোট কেন্দ্রে ভোটের উপস্থিতির হার আরও খারাপ।
উপজেলা চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ প্রার্থী আকমল হোসেন,বিদ্রোহী আ,লীগ মুক্তাদির আহমদ,সতন্ত্র আতাউর রহমান,আব্বাস উদ্দিন ও জমিয়ত প্রার্থী তালহা আলম।
ভাইস চেয়ারম্যান পদে ৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন প্রার্থী। উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৩৯ জন।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মুজিবুর রহমান জানান,সুস্ঠু ভাবে ভোট গ্রহন চলছে
প্রতিটি ভোট কেন্দ্রে প্রয়োজনীয় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে ।

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com