শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৪:২৬ অপরাহ্ন
জগন্নাথপুর নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে নিউমোনিয়ার প্রকোপ দেখা দিয়েছে। প্রতিদিন বিভিন্ন বয়সী শিশুদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে। হাসপাতালে শয্যা না পেয়ে বারান্দা ও মেঝেতে আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়,৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে গত কয়েক দিন ধরে ঠান্ডা জনিত রোগ নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনা হচ্ছে। নিউমোনিয়া আক্রান্ত শিশুদের তুলনায় হাসপাতালে শয্যা সংখ্যা অপ্রতুল থাকায় বারান্দা ও মেঝেতে চিকিৎসা দিতে হচ্ছে। এতে আক্রান্ত শিশুদের চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের উপচে পড়া ভিড়। জরুরি বিভাগ সহ শয্যাগুলোতে শিশু ও তাদের আত্বীয় স্বজনদের ব্যাপক উপস্থিতি লক্ষ্যনীয়।
হাসপাতালে কথা হয় উপজেলার ফরিদপুর গ্রামের সুমা বেগমের সাথে। তিনি জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তাঁর দেড় বছরের মেয়ে শিশুকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ভর্তি দেন কিন্তু শয্য না পেয়ে মেঝেতে রেখে চিকিৎসা দিচ্ছেন।
এছাড়াও হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের অভিভাবকেরা জানান, হঠাৎ করে একসাথে এত রোগীর চাপ সামলাতে গিয়ে দায়িত্বরত চিকিৎসক ও নার্সদেরকে হিমশিম খেতে হচ্ছে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর বলেন, নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালে চাপ বাড়ছে। অনেকেই বাড়িতে রেখে চিকিৎসা নিচ্ছেন। আমরা সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
Leave a Reply