শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৬:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যান চলাচল বন্ধ; জগন্নাথপুরের মহাসড়কে আবারও সেই সেতুর পাটাতন ভেঙে আটকে গেলো ট্রাক সেমিনারে তারেক রহমান; আগামীর বাংলাদেশে প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হতে পারবে না জগন্নাথপুরে কিশোর হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২ ৩য় বারের মতো জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন মাওলানা লুৎফুর রহমান জগন্নাথপুরে মসজিদ কমিটি কে কেন্দ্র করে দুই পক্ষের সংর্ঘষে বৃদ্ধ নিহত, আহত ৩৫ যুক্তরাজ্য বিএনপি নেতা হুমায়ুন কবির ও এম এ ছাত্তার এর স্বদেশ আগমন সিলেটে মুনতাহা হ ত্যা কা ণ্ড : চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ জগন্নাথপুর প্রেসক্লাবে  দ্বিতীয় ধাপে প্রাথমিক সদস্যপদ প্রদান জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুরে কিশোরকন্ঠ মেধাবৃত্তি -২৪ সম্পন্ন

এডভোকেট শাহিন ডক্টরেট ডিগ্রি অর্জন করায় জগন্নাথপুরে শোকরানা মাহফিল অনুষ্ঠিত

এডভোকেট শাহিন ডক্টরেট ডিগ্রি অর্জন করায় জগন্নাথপুরে শোকরানা মাহফিল অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক ::

বিশিষ্ট আইনজীবি ,শিক্ষাবিদ ,সাপ্তাহিক সুরমা এক্সপ্রেস পত্রিকার সম্পাদক জিয়াউর রহিম শাহিন পিএইচডি ডিগ্রি অর্জন করায় তার বাড়িতে শোকরানা মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

মাহফিলে বক্তারা বলেন, প্রবাসী অধ্যুষিত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নানাবিধ সম্পদে ভরপুর থাকলেও শিক্ষাদীক্ষায় অনেকটা পিছিয়ে। উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার দিকে উদ্বুদ্ধ করতে শাহিনের গবেষণায় ফল এমন পিএইচডি ডিগ্রি অর্জন। তারা বলেন, ঐতিহ্যবাহী হবিবপুর গ্রামের ঐতিহ্যবাহী পরিবারের অন্যতম কৃতিসন্তান শাহিন বহুগুণে গুণান্বিত। শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ালেখা, আইনপেশা, সাংবাদিকতা, লেখালেখিসহ প্রত্যেকটি ক্ষেত্রে তিনি মেধার স্বাক্ষর রাখেন। জগন্নাথপুর ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদান অসামান্য।

শনিবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩ টায় বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব বজলুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব নজরুল ইসলাম হীরা , হবিবপুর কেশবপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল হাকিম, বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট আলহাজ্ব লুৎফুর রহমান , বিশিষ্ট শিক্ষাবিদ , উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবু হোরায়রা ছাদ মাষ্টার , সুনামগনজ জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল ,বিশিষ্ট কবি সাহিত্যিক গোলাম রব্বানি চৌধুরী ,ইকড়ছই সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা সাইফুর রহমান ,হবিবপুর কেশবপুর ফাজিল মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি গিয়াস উদ্দিন , বিশিষ্ট রাজনীতিবিদ রোটারিয়ান এমএমুকিত , হলিয়ারপাড়া মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাও নুরুল হক , জগন্নাথপুর কেজি স্কুলের অধ্যক্ষ বিনয় কুমার সরকার ,ঘিলাছড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আফজল হোসেন , বিশিষ্ট সাংবাদিক আব্দুল হাই ,বিএনপি নেতা সৈয়দ মোসাব্বির আহমদ , কাউন্সিলর কামাল হোসেন প্রমুখ ।

শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন- এডভোকেট শাহিনের ভাতিজা পাঁচ বছর বয়েসি আরাফাত আরেফিন ।

সাজেদা খানম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্যে ড. জিয়াউর রহিম শাহিন উপস্থিত সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন , এ ডিগ্রি অর্জনের পেছনে তার বড় ভাই আলহাজ্ব নুরুর রহিম লুলুর অবদান সবচেয়ে বেশী । তিনি তার ভাইর সকল অবদান কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন । তিনি সকলের দোয়া কামনা করেন ।
শিক্ষাজীবন , শিক্ষকতা , সামাজিক , রাজনৈতিক , সাংবাদিকতা ইত্যাদি প্রসঙ্গে ড. এডভোকেট জিয়াউর রহিম শাহিনের বর্নাঢ্য অবস্থান নিয়ে বক্তারা বলেন, শাহিন নানাগুনে সমৃদ্ধ একজন এ জনপদের এক সফল মানুষ , তিনি আমাদের অহংকার । সততা কর্মদক্ষতায় তিনি অনন্য , অসাধারণ ।

অনুষ্ঠানের আয়োজক ড. মুহাম্মদ শাহিনের বড় ভাই আলহাজ্ব নুরুর রহিম লুলু সকলকে ধন্যবাদ জানিয়ে তার প্রিয় ছোট ভাইর এমন কৃতিত্বে আল্লাহর শোকরিয়া আদায় করন ।
সভায় বিভিন্ন শ্রেনী পেশার অসংখ্য মানুষ উপস্থিত হয়ে এডভোকেট শাহিনকে শুভেচ্ছা জানান ।

অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন- আবুল মনসুর , মোজাম্মেল হোসেন চৌধুরী, প্রবাসী আখতার হোসেন ,মনজুর আহমদ পাখি , আছকন আলী মেম্বার , সাব্বির আহমদ , মোয়াজ্জেম হোসেন লিটু , মাও আলী হোসেন ,ব্যাংকার জাবেদ সুফিয়ান , মাও সানাওর আলী , সোহেল আহমদ ,মাষ্টার মিজানুর রহমান, এমএ নুর ,আলকাব আলী , আব্দুল হান্নান , আফরোজ মিয়া , হাজী মনসুর ,তাইফুর রহিম নাহিদ প্রমুখ ।
বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাও গিয়াস উদ্দিন।

প্রসঙ্গত, এডভোকেট জিয়াউর রহিম শাহিন সম্প্রতি আমেরিকার ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি , ক্যালিফোর্নিয়া থেকে বিশ্ব মানবতার দূত মহানবী ( সাঃ)’র জীবনের অলৌকিক ঘটনা সম্পর্কিত বিষয় নিয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com