রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ১২:৩৬ পূর্বাহ্ন
জগন্নাথপুর নিউজ ডেস্ক ::
সুনামগঞ্জের বীর মুক্তিযোদ্ধা জাসদের কেন্দ্রীয় উপদেষ্টা আ ত ম সালেহ আর নেই। বুধবার দুপুরে সুনামগঞ্জস্থ নিজ বাসভবনে ইন্তকাল করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ২ মেয়েসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আ ত ম সালেহ কে নিজ বাসভবন প্রাঙ্গনে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনারের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
পরে বাদ এশা সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে জানাজা শেষে শহরের কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা আ ত ম সালেহ’র মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, সুনামগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন প্রমুখ।
এদিকে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর গ্রামের সন্তান বীর মুক্তিযোদ্ধা আ ত ম সালেহ এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আতাউর রহমান,পৌর মেয়র আক্তার হোসেন, সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমেদ মুক্তা, সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাবেক সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা বিএনপি সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টার, সিলেট মহানগর জাসদ নেতা আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহ সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ আব্দুল হাই, সদস্য আলী আহমেদ, আমিনুল হক সিপন, জুয়েল আহমেদ, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন, সহ সভাপতি সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা আ ত ম সালেহ দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ জেলা জাসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি লোকসংস্কৃতির গবেষক রাধারমণ দত্তের গান নিয়ে গবেষণা করেন। একজন সুবক্তা হিসেবে জগন্নাথপুরের রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে তিনি পরিচিত ছিলেন। তিনি সুনামগঞ্জ শহরের হাসাননগরের নিজ বাসভবনে বুধবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে জন্মস্হান জগন্নাথপুর ও সুনামগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
Leave a Reply