রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ১২:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যান চলাচল বন্ধ; জগন্নাথপুরের মহাসড়কে আবারও সেই সেতুর পাটাতন ভেঙে আটকে গেলো ট্রাক সেমিনারে তারেক রহমান; আগামীর বাংলাদেশে প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হতে পারবে না জগন্নাথপুরে কিশোর হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২ ৩য় বারের মতো জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন মাওলানা লুৎফুর রহমান জগন্নাথপুরে মসজিদ কমিটি কে কেন্দ্র করে দুই পক্ষের সংর্ঘষে বৃদ্ধ নিহত, আহত ৩৫ যুক্তরাজ্য বিএনপি নেতা হুমায়ুন কবির ও এম এ ছাত্তার এর স্বদেশ আগমন সিলেটে মুনতাহা হ ত্যা কা ণ্ড : চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ জগন্নাথপুর প্রেসক্লাবে  দ্বিতীয় ধাপে প্রাথমিক সদস্যপদ প্রদান জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুরে কিশোরকন্ঠ মেধাবৃত্তি -২৪ সম্পন্ন

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ : জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ : জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, নির্বাচন হবে। আওয়ামী লীগ নির্বাচন করবে। অন্য কোন দল যারা নির্বাচন করতে চায় করবে। যারা নির্বাচন করতে চায় না তারা করবে না। এটি তাদের ইচ্ছা। তাদের কেন্দ্রে আনার দায়িত্ব আমাদের নয়। তবে আমাদের চলাচলে এবং সমাজের মানুষের যদি কেউ কোনো ক্ষতি করতে চায়। তাহলে আমরা আইনের মাধ্যমে তাদের মোকাবেলা করবো।
সোমবার রাত ১০ টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের কেন্দ্রীয় মন্দিরে দুর্গা পূজামন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পূজামন্ডপ পরিদর্শনকালে মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হিন্দু সম্প্রাদায়ের লোকেরা স্বাধীন ভাবে তাদের ধর্মকর্ম পালন করছেন। সকল ধর্মের মানুষের মধ্যে উজ্জ্বল সম্প্রীতি বিরাজমান। এগুলো আমাদের ধরে রাখতে হবে।  বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সম্প্রীতির এই বাংলাদেশ আরো সামনে এগিয়ে যাবে।’ এসময় জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্ত সাজেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, উপজেলা কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত কান্তি দেব  প্রমূূখ। পরে মন্ত্রী এম এ মান্নান আনন্দময়ী পূজা মন্ডপ ও দাস সম্প্রদায়ের পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় আনন্দময়ী পূজা উদযাপন পরিষদের সভাপতি মিন্টু রঞ্জন ধর ও দাস সম্প্রদায়ের পূজা মন্ডপে কাউন্সিলর কৃষ্ণ চন্দ বক্তব্য দেন।এছাড়াও খাশিলা মাতৃবন্দনা যুব সংঘের পূজা মন্ডপ পরিদর্শন করেন এসময়,সংগঠনের সভাপতি সনজিত দে সহ নেতৃবৃন্দ মন্ত্রী কে স্বাগত জানান।
এদিকে, পরিকল্পনামন্ত্রী মঙ্গলবার দুপুরে  উপজেলার জয়নগর কামড়াখাই মাদ্রাসায় জাইকা সমিতি এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।দুপুর ২টায় রানীগঞ্জ বাজারে জনস্বাস্থ্যপ্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ওয়াটার সাপ্লাই প্রকল্পের উদ্ধোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com