সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ১১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের ২৪ আগষ্ট শনিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
থানা সূত্র জানায়, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, ওসি (তদন্ত) নব গোপাল দাশের দিক-নির্দেশনায় থানার এসআই লুৎফুর রহমান ও গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে সংগীয় এসআই অনিক চন্দ্র দেব, এএসআই মুক্তার হোসেন, এএসআই জাকির হোসেন, এএসআই হারুন অর রশিদ। এসআই রাজিব রহমানের নেতৃত্বে এসআই আফছার আহম্মেদ, এএসআই শিবলু মজুমদার, এএসআই শহিদুল ইসলাম ও এএসআই আনোয়ার হোসেন সহ পুলিশ দল পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১১ জন পলাতক আসামীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, উপজেলার সুবিদপুর গ্রামের মৃত তারিফ উল্লার ছেলে রশিদ উল্লাহ, মৃত ফুরকান উল্লার ছেলে আজমান উল্লাহ, আজমান উল্লার ছেলে সালেহ আহমদ, রশিদ উল্লার ছেলে জালাল আহম্মদ, জাহাঙ্গীর মিয়া, জাবেদ আহম্মদ, উপজেলার কাদিপুর গ্রামের আমির আলীর ছেলে ধন মিয়া, মিলন মিয়া, রিপন মিয়া, আবদুল কাদিরের ছেলে আবদুল আউয়াল ও পৌর এলাকার বলবল গ্রামের ছোয়াব আলী ছেলে ছাব্বির আহমদ।
Leave a Reply