সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরো সচেতন হতে হবে। সমাজে আনতে হবে বৈপ্লবিক পরিবর্তন। প্রধানমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী উন্নয়ন বাস্তবায়ন করতে হবে।
২৪ আগষ্ট শনিবার জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ডেঙ্গু রোগের প্রতিরোধ মূলক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে সচেতনতা মূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার ও জগন্নাথপুর পৌরসভার মেয়র আবদুল মনাফ। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর এর সভাপতিত্বে ও ডাঃ শারমিন আরা আশা এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, পৌর সচিব মোবারক হোসেন, ডাঃ শায়খুল ইসলাম, ডাঃ শহীদুল্লাহ কায়সার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মখলেছুর রহমান, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা রাপ্রুচাই মারমা, থানার এসআই আফছার আহমদ, সমাজসেবক বজলুর রশীদ চৌধুরী, হাসপাতালের স্বাস্থ্য পরিদর্শন ইনচার্জ আশিষ চন্দ্র দেব, নার্স ইনচার্জ খোদেজা বেগম প্রমূখ।
Leave a Reply