বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ন
স্টার রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ কার্যালয়ের যৌথ উদ্যোগে তিনদিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদারের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপেজেলা পরিষদের চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আহসানুল হক প্রমুখ।
পরে মেলায় অংশ নেয়া বিভিন্ন ষ্টলের প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পকলা একাডেমীর শিল্পীরা গান পরিবেশন করেন।
Leave a Reply