বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুরে কিশোরকন্ঠ মেধাবৃত্তি -২৪ সম্পন্ন জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে জনশক্তি সমাবেশ জগন্নাথপুর প্রেসক্লাবের সদস্য সংগ্রহ শুরু জগন্নাথপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জগন্নাথপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প সুনামগঞ্জে পিপি, অ্যাডিশনাল ও এপিপি নিযুক্ত হলেন জগন্নাথপুরের তিন প্রথিতযশা আইনজীবী জগন্নাথপুরে আজ থেকে এক মাসব্যাপী এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শুরু জগন্নাথপুর ও শান্তিগন্জ্ঞ বাসীর সেবা করতে চাই; বিশাল সম্বর্ধনায় বিএনপি নেতা কয়ছর আহমদ

জগন্নাথপুরের মীরপুর ইউপি নির্বাচনে আ.লীগের সম্ভাব্য আট প্রার্থীর নাম প্রস্তাব

জগন্নাথপুরের মীরপুর ইউপি নির্বাচনে আ.লীগের সম্ভাব্য আট প্রার্থীর নাম প্রস্তাব

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরের মীরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফশিল ঘোষনার পর পরই প্রার্থী সমর্থক ও ভোটাদের মধ্যে উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে।
বৃহস্পতিবার দুপুরে মিরপর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে দলীয় প্রার্থী বাছাইয়ে তৃর্নমূল নেতাকর্মীদের নিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে আট জন প্রার্থীর নাম প্রস্তাবে এসেছে। যেসব প্রার্থীদের নাম প্রস্তাবে এসেছে তাঁরা হলেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক সিরাজ উদ্দিন মাষ্টার, কোষাধ্যক্ষ মাহবুবুল হক শেরিন, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ইলিয়াস আহমদ, মিরপর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির, সিনিয়র সহসভাপতি মিরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন, যুগ্ম সম্পাদক বাবুল মিয়া ও স্থানীয় আওয়ামীলীগ নেতা আতিকুর রহমান।

সভায় উপস্থিত হয়ে সাবেক ছাত্রলীগ নেতা সাংবাদিক মঞ্জুরুল আলম দোয়েল চেয়ারম্যান পদে দলীয় মনোয়ন প্রত্যাশি বলে প্রস্তাব করেন।
মিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির সিকদারের মারা যাওয়ায় দলের সিনিয়র সহসভাপতি মিরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহসভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,সহসভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক সিরাজ উদ্দিন মাষ্টার, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, উপজেলা আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম, মিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক বাবুল মিয়া, যুবলীগ নেতা ছায়াদুর রহমান সাদসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীরা বক্তব্য দেন প্রমুখ। এসময় উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি জেলা পরিষদের সদস্য সৈয়দ ছাব্বির আহমদ, উপজেলা আওয়ামীসীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান, উপজেলার স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোতাহীর আলী, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন, জাহাঙ্গীর আলম জামালসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা তাদের পছন্দের প্রার্থীর নাম প্রস্তাব করেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে মিরপর ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফশিল ঘোষনা করা হয়। ঘোষিত তফশিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১২ সেপ্টেম্বর, বাছাই ১৫ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ২২ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ ১৪ অক্টোবর। ২০০৩ সালে সর্বশেষ মিরপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর মামলা জটিলতায় উচ্চ আদালতে আটককে যায় নির্বাচনী কার্যক্রম। সম্প্রতি মামলাটি খারিজ হয়ে যাওয়ায় নিবার্চনী তফশিল ঘোষনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com