শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নদী থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলনের দায়ে ২ মাটি কাটা শ্রমিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। দন্ড প্রাপ্তরা হলেন উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও গ্রামের তবাজ মিয়ার ছেলে আবদুল মিয়া ও জাফর আলীর ছেলে জয়নাল মিয়া।
জানাযায়, ১৬ সেপ্টেম্বর সোমবার জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাতের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত স্থানীয় ইছগাঁও ব্রিজ এলাকার নদীতে অভিযান চালিয়ে নদী থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলনের দায়ে তাদেরকে আটক করে ১৫ দিনের কারাদন্ডাদেশ দিয়ে জগন্নাথপুর থানা পুলিশে সোপর্দ করেন। জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply