শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ১০ লিটার দেশী মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার তাকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম অনুকুল বৈদ্য (৪৯)। তিনি দক্ষিণ সুনামগঞ্জের মৌগাঁও গ্রামের মৃত অভয় বৈদ্য’র ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে জগন্নাথপুর থানার এসআই আফসার আহমদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে জগন্নাথপুর উপজেলা সদরের জগন্নাথপুর পশ্চিম বাজার এলাকা থেকে ১০ লিটার দেশীয় মদসহ অনুকুল বৈদ্যকে গ্রেফতার করে।
থানার উপ পরির্দশক আফসার আহমদ জানান, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। তাকে গ্রেফতার করে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply