শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:০৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ১০ বছরের এক অবুঝ শিশু কন্যাকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টার ঘটনায় স্বপন নামের ২৫ বছরের এক লম্পটকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে জগন্নাথপুর বাজারের রেস্টুরেন্ট কর্মচারী চঞ্চল দাস ও পৌর শহরের কেশবপুর বাজার এলাকার বাসিন্দা উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী সুফিয়া খানম সাথী ওরফে সাবিত্রী দাসের ছেলে। গ্রেফতারকৃত স্বপনকে শনিবার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, শুক্রবার সন্ধায় কেশবপুর গ্রামের ১০ বছরের এক অবুঝ শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা চালায় বখাটে স্বপন। এ সময় শিশুর চিৎকারে স্থানীয় এলাকাবাসী জড়ো হয়ে গেলে বখাটে স্বপন পালিয়ে যায়। পরে আহত শিশু কন্যাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয় বলে স্থানীয়রা জানান।
খবর পেয়ে রাতেই থানার এসআই লুৎফুর রহমানের নেতৃতে একদল পুলিশ অভিযান চালিয়ে বখাটে স্বপনকে গ্রেফতার করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং গ্রেফতারকৃতকে শনিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply