বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ১০:২৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর সহযোগিতায় অসাম্প্রদায়িক বাংলাদেশ ও জঙ্গীবাদ নিরোধ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টা শুরু হওয়া কর্মশালা বিকেল ৫টায় সম্পন্ন হয়। উপজেলা সম্মেলন কক্ষে জগন্নাথপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বেগমের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম, অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন, অধ্যক্ষ সৈয়দ রেজুওয়ান আহমদ, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, জাইকার জগন্নাথপুর উপজেলার প্রতিনিধি রাজিব দাস, ইত্তেফাক’র জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাই, জগন্নাথপুর পৌরসভার সাবেক প্রথম প্যানেল চেয়ারম্যান উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, জগন্নাথপুর উপজেলা পুজা কমিটির সভাপতি সতীশ গোস্বামী প্রমুখ।
Leave a Reply