বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:১৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের উদ্যেগে শনিবার দুপুরে পুলিশিং কমিউনিটি ডে উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী। জগন্নাথপুর থানার পরিদর্শক তদন্ত নব গোপাল দাশের পরিচালনায় বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, অতিরিক্ত পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল মাহমুদুল হাসান চৌধুরী, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাশিম, আশারকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আইয়ূব খান প্রমুখ। এর পূর্বে থানা কমপেক্স এলাকায় র্যালি অনুষ্ঠিত হয়।
Leave a Reply