বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০২:৪৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:: পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, বর্তমান সরকার প্রযুক্তির মাধ্যমেসেবাসমূহ জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দিয়েছে।
তিনি বলেন,সরকার দুনীতি বিরুদ্ধে যে অভিযান শুরু করেছে তা সারা দেশে চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের পাশাপাশি দুনীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। পরিকল্পনা মন্ত্রী বলেন, পাশাপাশি দুনীতি কে বিদায় জানাতে সরকার বদ্ধপরিকর। তিনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রকল্প গ্রহণে সর্তক ও শুধু শহর কেন্দ্রীক ভাবনা না রাখতে আহ্বান জানান। তিনি আর বলেন, সরকার শহরের সুবিধাগুলো গ্রামের সুবিধা বঞ্চিত মানুষের কাছে পৌঁছে দিতে নিরলস ভাবে কাজ করছে।ফলে গ্রাম এখন শহরে পরিণত হচ্ছে। সরকারের এসব উন্নয়ন দেখে একটি মহল ঈষান্বিত হয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত রয়েছে। তাদের বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান জানান মন্ত্রী। তিনি
বুধবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা পরিষদের আয়োজনে শিক্ষিত তরুণ তরুণীদের আইসিটি ও আউটসোসিং বিষয়ক প্রশিক্ষণের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব এর সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিমপ প্রমুখ
Leave a Reply