বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:১৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:: জগনন্নাথপুর পৌরশহরে ভ্রাম্যমান আদালতের অভিযানে চার মোটর যানের চালকের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জগনন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি দল শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ড্রাইবিং লাইসেন্সসহ ধরনের বৈধ কাগজপত্র না থাকায় চার মোটর যাননের চালককে ৪ হাজার ২শত টাকা জরিমানা করা হয়।
চালকরা হলেন পিকআপ গাড়ির চালক আলতাবুর রহমান ৫শত টাকা, সিএনজি চালিত অটোরিকশার চালক শামিম আহমদ ১ হাজার ৫শত টাকা, মোটরসাইকেল চালক আব্দুল কাদির ২ হাজার টাকা ও মোটরসাইকেল চালক নজরুল ইসলাম ২শত টাকা করে জরিমানা আদায় করা হয়।
Leave a Reply