বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:২৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুরে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। “বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার দুপুরে উপজেলা সমবায় বিভাগের উদ্যেগে উপজেলা সদরে এক বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনয়াতনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপত্বিতে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান, (ভারপ্রাপ্ত) বিজন কুমার দেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, উপজেলা যুবলীগ সহ সভাপতি সালেহ আহমদ, সমবায়ীদের পক্ষে মোঃ মোতাহির আলী, লিমা বেগম প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন, বাংলাদেশকে নিয়ে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখতেন সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে সমবায়ের মাধ্যমে গ্রামীন মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
Leave a Reply