বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ঘূর্ণিঝড় বুলবুল এর প্রভাব পড়েছে। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে একটানা ৩ দিন ধরে গুড়িগুড়ি বৃষ্টি চলছে। এর মধ্যে একবারও সূর্য্যরে দেখা মেলেনি। টানা বৃষ্টিপাতের কারণে হাট-বাজারে জন সমাগম কমে গেছে। ব্যবসা বাণিজ্য মন্দা হয়ে গেছে। শুধু মাত্র জরুরী কাজে ছাতা নিয়ে মানুষ ঘর থেকে বের হচ্ছেন। এছাড়া জীবন-জীবিকার তাগিদে নিম্ন আয়ের মানুষ বৃষ্টি উপেক্ষা করে প্রতি দিনের মতো কাজে গিয়েছেন। অনেকে আবার সারা দিন বৃষ্টিতে ভিজে কাজ করতে দেখা যায়। তবে বড় ধরণের কোন ঘূর্ণিঝড় হয়নি। ঘূর্ণিঝড় বুলবুল আতঙ্কে মানুষ আতঙ্কিত হলেও ১০ নভেম্বর রোববার পর্যন্ত বড় ধরণের প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় মানুষের মধ্যে অনেকটা স্বস্তি বিরাজ করছে।
Leave a Reply