বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে জুয়া খেলার অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ চারজন কে ভ্রাম্যমান আদালত সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।
মঙ্গলরার রাত ৯ টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন ইকড়ছই এলাকার বাসিন্দা আওয়ামী লীগ নেতা মতিউর রহমান, একই এলাকার আব্দুল আহাদ, আনোয়ার হোসেন দুদু ও জুয়েল মিয়া। পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, মঙ্গলবার রাতে পৌরশহরের ইকড়ছই স্লুইচ গেট এলাকা থেকে জুয়া খেলারত অবস্থায় পুলিশ তাদেরকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দণ্ডাদেশ প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম জানান, জুয়া আইনে তাদেরকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
Leave a Reply